রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ নয়াহাটি গ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা এরশাদ মিয়া (৭২) ইন্তেকাল করেছেন।
শুক্রবার ১২.৫০ মিনিটে সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর গার্ড অব অনার, রাষ্ট্রীয় মর্যাদায় করিমগঞ্জ আলিম মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষ হয়। বালূয়াকান্দি মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম এরশাদ মিয়া বিভিন্ন খেলার মাঠের রেফারী সহ খেলাধূলায় দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা ছিলেন। একই পরিবারের দুইজন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, সহকারী কমান্ডার আহসান উল্লাহ, আমীরগঞ্জ ইউনিয়ন কমান্ডার ইসমাইল ভূঞা প্রমূখ।