রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ হাইলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে হাসনাবাদ হাইলাইট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুক।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, লোক সংস্কৃতিক গবেষক ফখরুল হাসান।
হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর সভাপতি গাজী রবিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি স্টার এর সাবেক উপসম্পাদক সুমন সালাহউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম শরীফ, হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বিল্লাল, শিশু কানন একাডেমির অধ্যক্ষ ইকবাল হোসেন মুরাদ, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আমীর হোসেন, রায়পুরা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সহ সভাপতি শীতল চন্দ্র সাহা, সমাজ সেবক হাজী কুদ্দুস মিয়া, সাজ্জাদ হোসেন কাউছার, রাসেল প্রধান, মোক্তার মোল্লা, অভিভাবক সামছুন্নাহার লুনা, এন কে আইডিয়াল স্কুলের অধ্যক্ষ রাসেল মিয়া ও ছাত্রলীগ নেতা ফারদিন ভূইয়া প্রমূখ।
বাল্যবিবাহ, মুক্তিযুদ্ধ, কৃষি ও কমেডি নাটিকা সহ নানান বিনোদন মূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়া অনুষ্ঠানকে আনন্দ উল্লাসে জাঁকজমকপূর্ণ প্রদর্শনী করে তুলে।