রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
কথা পরিবার নরসিংদী এর অংগ সংগঠন রায়পুরার কথা এর উদ্যোগে যৌথ অর্থায়নে (গ্রুপের ৭১% ও গ্রহীতা পরিবারের ২৯%) আয়ের উৎস হিসেবে একটি দরিদ্র পরিবারকে অটো রিকশা প্রদান করা হয়৷
বুধবার সকালে রায়পুরা পিটিআইতে ছোট পরিসরে আনুষ্ঠানিকভাবে এ অটো রিক্সা প্রদান করা হয়৷
গ্রুপের পরিচালক (FWB। জাতীয় পুরস্কার প্রাপ্ত) রেনুকা আফরোজ লিপির সভাপতিত্বে ও গ্রুপের প্রতিষ্ঠাতা রাসকিন আহমেদ জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিটিআই সুপারিনটেন্ডেন্ট মোক্তাদির রহমান মবিন, পিটিআই সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আঃ আজিজ, চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীন, মির্জানগর ইউপি চেয়ারম্যান হাজী বশির উদ্দিন সরকার রিপন, পিটিআই ইন্সট্রাক্টর মাহবুবা আক্তার সহ সংগঠন এর পরিচালকবৃন্দ (এডমিন/ মডারেটরবৃন্দ)।
এসময় উপস্থিত সকলে সুবিদাভোগি পরিবারের সদস্যদের হাতে ( বিধবা মা ও ছেলে) অটো রিক্সার চাবি তুলে দেন৷