শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

রায়পুরায় ইউনূছ আলী বিদ্যানিকেতনের নতুন ভবন উদ্ধোধন

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় ইউনূছ আলী বিদ্যানিকেতন এর স্থানান্তর করা নতুন ভবন এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি সাংবাদিক বশির আহমদ মোল্লা ও মাহবুবুর রহমান এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাজিল আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী ও সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এম.পি। এসময় তিনি বক্তব্যে প্রতিষ্ঠানটি সরকারি করণ করার প্রতিশ্রুতি দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করার কথা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজলো পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী ভুইয়া, বিদ্যালয়ের পরিচালক ও রায়পুরা পৌর ১নং ওর্য়াড কাউন্সিলর মো: শাহাদ আলী ভুট্টু, ইউনূছ আলী বিদ্যিানকিতেন এর পরিচালক সানজিদা আক্তার, ভৈরব চেম্বার অব কর্মাস সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি ওমর ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন জানান, বিদ্যালয়টিতে পৌর এলাকার পশ্চিমপাড়ায় অবেহেলিত দরিদ্র পরিবারের সন্তানরা পড়ালেখা কওে একসময় সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবে। তিনি বিদ্যালয়ের নতুন ভবন নির্মান সহ র্দীঘ দিন যাবৎ শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদান ও পোষাক প্রদান করে আসছেন। বিদ্যালয়টি দ্রত সরকারীকরণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল