রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ২৫লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ৫১জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক গ্রহন করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ।