বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

রায়পুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সন্তানদের গলায় ছুরি ধরে গৃহবধূকে হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম’ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

আজ রোববার বিকেল ৫টায় রায়পুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি শুরু হয়ে ঘন্টা ব্যাপী চলে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছঅসেবী ফোরামের প্রধান সন্বয়ক শফিকুল ইসলাম শফিক, সন্বয়ক সৈয়দ আব্দুল মালেক, বীর শ্রেষ্ট মতিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাওছার আহাম্মেদ, সমাজসেবা সংঘের আহবায়ক একেএম মিলন, শতদল স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম,  বিভিন্ন সংগঠনের আতাউর রহমান, সৈয়দ আবদুল মালেক, শামীম আহাম্মেদ, ফয়েজ, আলাউদ্দিন খন্দকার, সিরাজুল ইসলাম সালাম, খুকন মাষ্টার, মুছা মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই গৃহবধূকে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে। এ ঘটনায় একজন গ্রেফতার হলেও এখন পর্যন্ত বাকী আসামিরা গ্রেফতার না হওয়ায় উদ্বিগ্ন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি কামনা করে বাকী ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উলেখ্য, ওই গৃহবধূ দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। তাঁর স্বামী এক বছর আগে বিদেশে যান। গত ২১ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে গৃহবধূ দুই শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। আসামিরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই ওই গৃহবধূর হাত, মুখ গামছা দিয়ে বেঁধে সন্তানদের গলায় ছুরি ধরে তাদের সামনেই তাঁকে ধর্ষণ করেন। একজন সহযোগী হিসেবে ঘরের বাহিরে পাহাড়া দেয়। পরে অভিযুক্ত আসামিরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন ভুক্তভোগী নারী ও তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল