হারুনুর রশিদ, নিজস্ব প্রতিনিধি:
জনশুমারি ও গৃহ গণনা প্রকল্প ২০২১-এর অ্যাপস, ট্যাবলেট ও নেটওয়ার্ক টেস্টিং প্রশিক্ষণে উপজেলার শুমারি তথ্য সংগ্রহ কারি ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের সকল ইউনিয়নে এবং উপজেলা কনফারেন্স রুমে চার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৫ থেকে ২১ জুন একযোগে দেশব্যাপী এক সাথে জনশুমারি ও গৃহ গণনার কাজ শুরু হবে। উপজেলায় ইতিমধ্যে ১২শ ৬৮টি এলাকা চিহ্ন করে, ১২শ ৫৩ জন তথ্য সংগ্রহকারি, ২২৩ জন সুপারভাইজার, ১২জন জোনাল অফিসার ১ জন সমন্বয় কারি প্রস্তুত রয়েছে। দুইটি ধাপে বিভক্ত করে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উপজেলা পরিসংখ্যান সমন্বয়কারী মো আরিফ মিয়া বলেন, উপজেলায় ১২শ ৬৮টি এলাকা ও ১২শ ৫৩জন তথ্য সংগ্রহ করি রয়েছে। বেশি হওয়ায় প্রশিক্ষণনার্তীদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে গত ৪ থেকে ৮ জুন পর্যন্ত শেষ করে। গতকাল থেকে ১৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।