ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিপ্তর।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ সহ মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ।