রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও সমবায়ী মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সমবায় সহকারী পরিদর্শক মিঠুন রায়, সমবায়ী লিলি আক্তারসহ উপজেলার অন্যান্য সমবায়ীবৃন্দ।