রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জমি থেকে জোরপূর্বক গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ইমরান মিয়া ও তার লোকজনের উপর।
ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে। উক্ত ঘটনায় ভোক্তভোগী বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ অনুমান সকাল ৮ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইমরান মিয়া (২৮), আপেল (৩০), মিয়াদ হোসেন (৪০), আরিফ (১৮) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে রুবিয়া খাতুনের কাঠ বাগানে দেশীয় অস্ত্র-সস্ত্র, দা, কুড়াল, কড়াত নিয়ে অনাধিকার প্রবেশ করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে কাঠ বাগানে থাকা বাঁশসহ বিভিন্ন গাছ গাছালী কেটে ফেলে। এসময় বাগানে থাকা প্রায় ১৫০-১৬০ টি বাঁশ গাছ ও ২০-২৫ মেহগনি গাছসহ আরো অনেক গাছ কেটে নিয়ে যায় ।
ভোক্তভোগী রুবিয়া খাতুন ও তার স্বামী তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে যাওয়ার চেষ্ঠা করলে ইমরান মিয়ার লোকজন রুবিয়া খাতুনের পরিবারের লোকজনের উপর চড়াও উত্তাই হয় ও উগ্র ভাবে তাদের হাতে থাকা দা, লাঠি নিয়ে তেড়ে আসে এবং প্রান নাশের হুমকি দেয়। তখন তারা প্রানের ভয়ে ঘটনাস্থল থেকে চলে আসে এবং পরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রুবিয়া খাতুনের স্বামী তাজুল ইসলাম জানান, প্রায় বিশ বছর আগে ইমরান মিয়ার চাচা নাসিরউদ্দিনের কাছ থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে অদ্যবদি পর্যন্ত নির্বিঘ্নে ভোগদখল করে আসছে কিন্তু এক দেড় বছর যাবত হঠাৎ করে ইমরান ও তার পরিবারের লোকজন ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সময় জোড় পূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে।
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান মিয়া বিষয়টি মিথ্যা বানোয়াট বলে উড়িয়ে দেন এবং তিনি জমির মালিক দাবি করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার বিট অফিসার এস. আই ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।