এম. আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ট্রেনে কাটায় ওই নারীর শরীর থেকে হাত পা, মাথা, মস্তক, বিচ্ছিন্ন হয়ে পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রেনে কাটা পড়া লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেও পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে করা হবে। নারীর পরিচয় সনাক্ত করতে পিবিআই কে খবর দেওয়া হয়েছে।