শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

রায়পুরায় দুই গ্রামের ২০ বছরের ঝগড়ার অবসানে শান্তি সমাবেশ

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরার নলবাটা- ভাটিবদরপুর দুই গ্রামের ২০ বছরের ঝগড়ার অবসানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক ও শান্তি প্রীতি সমাবেশের আহবায়ক আমজাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে ও অত্র গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ.কে এম ফজলুল করিম ফারুক মোল্লা।

মঙ্গলবার বিকেলে নলবাটা ঈদগাহ মাঠের অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বেনজির আহমেদ, ইউপি সদস্য কবির আহমেদ, ডাঃ জাহাঙ্গীর আলম, আবু বক্কর, রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম শরীফ বীর, যুবলীগ নেতা গোলাম মোস্তফা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আলা উদ্দিন মেম্বার, সোহেল আহমেদ, ডাঃ মুজাহিদ উল ইসলাম মোগল, খোরশেদ আলম মুন্সি, বকুল মেম্বার, জয়নাল আবেদীন, আঃ হাই মিয়া, হুমায়ুন কবির সহ উভয় পক্ষের নেতৃবৃন্দ।
সভায় নলবাটা ও ভাটিবদরপুর গ্রামের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই দুই গ্রামে আধিপত্য বিস্তার ও ইটের ভাটায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায় ২০ বছর ধরে চলমান বিবাদ মীমাংসা নিয়ে প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই গ্রামের দুই পক্ষের টেটা যুদ্ধ, বাড়ি ঘরে হামলা, লুটপাট অগ্নিসংযোগ সহ গবাদি পশু জোর করে নিয়ে যায়। ফলে এলাকা আধুনিক আগ্নেয়াস্ত্র সহ হালায় সম্প্রতির ঘটনায় গুলিবিদ্ধ ১২ জন। এ যাবত প্রায় উভয় গ্রুপের ২০/২৫ টি মামলা হয়েছে। যার ফলে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়ে। আবার জীবনের নিরাপত্তা নিয়ে বহু পরিবার ঘরবাড়ি পোড়ানোর ঘটনায় গ্রাম ছেড়ে চলে গেছে।

গ্রামের সার্বিক পরিস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক মোল্লা, শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও বসুন্ধরা এওয়ার্ড প্রাপ্ত বাবু নিবারণ রায়, আমজাদ হোসেন মাস্টার ও দেলোয়ার সরকারের নেতৃত্বে দীর্ঘ প্রচেস্টায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহনের মাধ্যমে গ্রামে আর কোন ঝগড়া মারামারি করবেনা বলে অঙ্গীকার করেন।

এছাড়াও উভয় গ্রুপের দলনেতা গোলজার হোসেন মেম্বার রবি গ্রুপের হামলায় পঙ্গু হয়েগেছে এবং অপর গ্রুপের দলনেতা রবি অস্ত্র সহ গ্রেফতার হয়ে জেলহাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল