নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন কর্তৃক এই ক্যাম্পেইন করা হয়।
ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ১৭১ নং সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ব্লাড নির্ণয় করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর সার্বিক তত্বাবধানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, রায়পুরা প্রেসক্লাব এর সভাপতি মো. মোস্তফা খান, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য সাংবাদিক শান্ত বণিক, রায়পুরা প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদ্য সাংবাদিক খন্দকার শাহ নেওয়াজ, সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেক ভূইয়া, ফাউন্ডেশনের সহ-সভাপতি এসএফ যোবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিয়ানুল হক তাজরিয়ানসহ সদস্যবৃন্দ।
Leave a Reply