রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৪ঠা জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভা মাঠে উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, বিআরডিবি চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজি, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয়, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাছির সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ বলেন, কারোর ক্ষতি হয় আমরা এমন রাজনীতি করি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমরা জেলা ও উপজেলার নেতৃবৃন্ধকে নিয়ে আগামী সংসদ নির্বাচনের আগে বৃহত্তর রায়পুরা উপজেলায় একটি কলংক মুক্ত ছাত্রলীগ গড়তে আমরা কাজ করে যাবো।