রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পিরিজকান্দির শ্রী শ্রী ভোলানাথ কালিবাড়ি মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের নরসিংদী জেলার সদস্য ও রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী সবুজ নন্দী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার দাস।
এসময় বক্তারা উপস্থিত সনাতন ধর্মের লোকদের সাথে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে আলোচনা করেন। বাংলাদেশে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করতে পূজা উদযাপন পরিষদ কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন। দেশের যেকোনো প্রান্তে সনাতন ধর্মের লোক এবং অন্য যেকোনো সম্প্রদায়ের লোকদের বিপদে পাশে থাকার জন্য আহ্বান করেন।
বেলা সাড়ে ৩টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শুরু হয় দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম। সেসময় রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী সবুজ নন্দী। দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুরু হয় প্রার্থীদের নাম তালিকাকরন কাজ। তখন সভাপতি পদে মানিক বিশ্বাসের নাম প্রস্তাব করেন কৃষ্ণ চন্দ্র সরকার। তার পক্ষে সমর্থন জানান দীপক চন্দ্র বিশ্বাস। একই ভাবে সাধারণ সম্পাদক পদে দুলাল প্রামাণিক এর নাম প্রস্তাব করেন রুবেল কুমার দাস ও তার পক্ষে সমর্থন করেন বিকাশ বিশ্বাস। পরে এ দুই পদে আর কোনো প্রার্থীর নাম না পাওয়ায় আগামী ২ বছরের মেয়াদে সভাপতি পদে মানিক বিশ্বাস ও সাধারণ সম্পাদক দুলাল প্রামাণিকের নাম ঘোষনা করেন মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী সবুজ নন্দী। এবং সেই সাথে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রনব সাহা সেন্টু, তন্ময় দাস তনু, পলাশ উপজেলা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নারায়ণ চন্দ্র বনিক, ভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার পাল, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দুলাল সিংহ, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রীনিবাস চক্রবর্তী, বিমল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, কোষাধ্যক্ষ ভবতোষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খোকন সাহা, দপ্তর সম্পাদক সজল প্রামাণিক, আইন সম্পাদক এডভোকেট তাপস গোস্বামী, গণসংযোগ সম্পাদক রতন প্রামাণিক, সাংস্কৃতিক সম্পাদক মানিক সাহা, সহ সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস মিঠু, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক বিশ্বজিৎ রায়, সহ দপ্তর সম্পাদক সুমন দাস, সদস্য নীহারঞ্জন বিশ্বাস, সজল প্রামানিক, অখিল চন্দ্র বিশ্বাস, সকল পূজা মন্ডপ, মন্দির ও গীতা স্কুলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।