শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই জুলাই) রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মজুবন্দ সার্বজনীন শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতায় সভাপতিত্বে ও রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সবুজ নন্দী ও সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস।
শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় দাস তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তপন কুমার আচার্য্য, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত দাস,রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি শ্রীনিবাস চক্রবর্তী, সহ-সভাপতি বিমল বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস চন্দন,দপ্তর সম্পাদক সজল প্রামাণিক, উপ দপ্তর সম্পাদক সুমন দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শংকর দাস, ধর্মীয় সংরক্ষণ বিষয়ক সম্পাদক বিশ্বজিত রায়, মহিলা বিষয়ক সম্পাদক মিতা রাণী বৈদ্য, সদস্য নীহারঞ্জন বিশ্বাস, অখিল বিশ্বাস, সদস্য শিল্পী বিশ্বাস প্রমুখ।
শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতায় ” ক”বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারী শ্রাবন্তী বিশ্বাস, দ্বিতীয় স্থান অর্জনকারী সৃষ্টি রাণী সিংহ,তৃতীয় স্থান অর্জনকারী অরুপ সূত্রধর। “খ” বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারী অনন্ত বিশ্বাস রূদ্র, দ্বিতীয় স্থান অর্জনকারী শ্রাবণী বিশ্বাস, তৃতীয় স্থান অর্জনকারী অনামিকা বিশ্বাস।
এছাড়া রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামন্ডলী এবং বিভিন্ন মন্দির ও গীতাশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ,শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন।