হারুনুর রশিদ:
নরসিংদীর রায়পুরার মুছাপুরে পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব হরিপুর বড়বাড়ী এলাকার ঐতিহ্যবাহী ওই স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া।
প্রধান মেহমান আফরোজা পারভীন ভূইয়া।
উদ্বোধক মোহাম্মদ শাহ আলম, মুছাপুর ইউপি সদস্য মো আসাদ মেম্বার, নজরুল ইসলাম করিম, মাহতাবউদ্দিন ভূইয়া, মো বাতেন মেম্বার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষী রাণী মল্লিক, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার, সাংবাদিক হারুনুর রশিদ,আমিন মিয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়।