স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পৌর এলাকার তুলাতুলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফাইজুর রহমান, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও যুবদল নরসিংদী জেলা সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, পৌর বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির, যুগ্ন সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সদস্য ইফতেখার উদ্দিন ভূঁইয়া ইতু, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিঠু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, পৌর বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক, যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ, উপজেলা তাঁতি দলে সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, সদস্য আসমা বেগম, কৃষক দলের শহিদুল ইসলাম সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।