রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উৎযাপন উপলক্ষে নরসিংদীর রায়পুরায় “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত জয়িতারা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী ক্যাটাগরিতে জেসমিন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জণকারী দিলরুবা সরকার, সফল জননী নারী মোসাঃ জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেন মোসাঃ নাছিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী আমেনা বেগম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ।
Leave a Reply