ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সোমবার রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু’র সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উত্তরবাখরনগর ইউপি চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় নরসিংদী’র প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, উপজেলা সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, ইউপি সদস্য মোহর আলী মুন্না, স্বেচ্ছাসেবী সংগঠন পিডিএস এর সভাপতি তাজুল ইসলাম প্রমূখ।