নরসিংদীর রায়পুরায় এগারো বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানার অভিযোগের ভিত্তিতে তাতখনিক ওই এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। সোমবার আনুমানিক ৪টার দিকে আদিয়াবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। সে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর মধ্যপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় স্কুল ছুটির পর ওই ছাত্রী একা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার পাশে উৎপেতে থাকা ওই যুবক শিশুটিকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে পাশের ঝুপ ঝারে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই দিন ওই ছাত্রী লোকলজ্জার ভয়ে কাওকে জানাননি। আজ মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থতা বোদ কেরে বান্ধবীকে এ ঘটনাটি খোলে বলে। পরে ওই সহপাঠী স্কুলের শিক্ষিকাকে জানায়। ওই ছাত্রী শিক্ষিকার নিকট এ ঘটনার বর্ণনা দিলে ভুক্তভোগী মা’কে স্কুলে ডেকে এনে বিষয়টি জানান। বিকেলে রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে ওই এলাকা থেকে তাকে আটক করে।
ভুক্তভোগীর মা বলেন, ঈদের পর থেকে মেয়ে ডিস্টার্ব করে আসতেছে। চাচাতো ভাই হয় এ বিষয়টি কখনো বুঝতেই পারতামনা। মেয়ের মত তারও একটি মেয়ে আছে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। মামলা করার জন্য থানায় আসলাম, দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েই সাথে সাথে পুলিশ পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।