ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পরায় রবি/২০২২-২৩ মৌসুমে গম ভুট্রো, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ ও মসুর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৭শ ৩৫ জন কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার।
আজ বৃহস্পতিবার বীজ বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন উপজলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে আজ প্রথম দিন চান্দেরকান্দি ইউনিয়নের ৬৫জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে তালিকাভুক্ত সকল কৃষককে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ প্রমূখ।