ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে ৩য় পর্যায়ে গৃহ নির্মার্ণ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ৩৭টি ভূমিহীন পরিবারকে ২১জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন কার্যক্রম উপলক্ষে বুধবার সকালে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন রায়পুরা উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফ্রিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এ তথ্য উপস্থাপন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবার মুন্না প্রমূখ।
জানা যায়, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এ ধাপে হাইরমারা, পলাশতলী ও অলিপুরা এ তিন ইউনিয়নে মোট ৩৭টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে বাথরুম, গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি পাকা ঘরের নির্মাণ ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা। ৩৭টির মধ্যে হাইরমারা ২৪টি, পলাশতলী ৭টি ও অলিপুরা ৬টি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণের কাজ শেষ হয়েছে। ঘরগুলো উদ্বোধনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই সারা দেশে এক যোগে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন।