ফাহিম আহমেদ খান, ষ্টাফ রিপোর্টার :
নরসিংদীর রায়পুরা উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ফেব্রয়ারী) সকাল থেকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এর সভাপতিত্বে ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। পরে উপস্থিত ছাত্র, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।