ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মো : সাজ্জাত হোসেনের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) বিকালে রায়পুরা প্রেসক্লাবের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো : মোস্তফা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নুরুউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সহকারি কমিশনার ( ভূমি ) মো : সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো : আজিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, প্রেসক্লাবের উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও ছড়াকার মোহসিন খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো : ফরিদ মিয়া, সহ-সভাপতি মো : রফিকুল হক, মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,কোষাধ্যক্ষ একে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ পলাশ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ।