রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দেয়া মাহফিল ও কেক কাটা হয়।
আজ মঙ্গলবার (১৮) অক্টোবর সকাল বারটায় র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।