আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েই মন্ত্রীসভায় স্থান পেয়েছেন প্রয়াত এ্যাডভোকেট রহমত আলীর কন্যা রুমানা আলী টুসি। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রীসভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি পিতার আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নসহ জনগনের সেবা করার জন্য রাজনীতিতে আসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সংসদের ১৪ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে এবারই তিনি জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ। রুমানা আলী টুসি উচ্চ শিক্ষায় শিক্ষিত ও মার্জিত রুচির রাজনীতিবিদ হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত। তিনি কর্মজীবনে রাজধানী ঢাকার নিউ মডেল বিশ^বিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ছিলেন। ইতিমধ্যে তিনি জনসেবার মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার পিতা প্রয়াত এ্যাডভোকেট রহমত আলী ৫ বারের সংসদ সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।