গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি) থেকে কমিউনিটি বেইজড অর্গানাইজেশনে (সিভিও) রুপান্তরকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর (রবিবার) দিনব্যাপী লাকসাম আগমন কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির আয়োজনে ও উপজেলার ৩২ টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিদের অংশগ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া প্রোগ্রাম ম্যনেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবদুল আউয়াল মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, মানিক লাল সরকার, লাকি গমেজ, অশেষ রেমা, স্পন্সরশীপ ও সাপোর্ট সিস্টেম অফিসার লিজা হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি, বিশেষ করে শিশুদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে।
এছাড়াও স্থানীয়ভাবে এবং মাঠ পর্যায়ে সামাজিক নিরাপত্তা ও মানসম্মত সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, সরকার দেশে শতভাগ প্রতিবন্ধি ভাতা প্রদানের লক্ষে অনলাইনে আবেদন গ্রহণ করছেন।
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্য অনলাইনে ওই আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।