আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাল্য বিবাহ প্রতিরোধে কুমিল্লার লাকসামে একটি ক্যাম্পেইন কার্যক্রমের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এপি।
রবিবার দুপুরে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজিয়া বিনতে আলম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এদিকে পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য ওই বিদ্যালয়ে একটি হাইজিন কেন্দ্র উদ্ধোধন করা হয় এবং ৫০ জন ছাত্রীর মাঝে ১শ’ টি স্যানিটারি ন্যাপকিন ও ৫০ টি সাবান বিতরণ করা হয়। সেই সাথে পর্যায়ক্রমে লাকসাম উপজেলার আরও তিনটি বিদ্যালয়ে সমপরিমান উপকরণ বিতরনের মাধ্যমে আরও তিনটি হাইজিন কেন্দ্র চালু করবে লাকসাম এপি।