আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই। এই স্লোগানকে সামনে রেখে সমাজে সুন্দর, সুস্থ ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরীর লক্ষ্যে রবিবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি এফ জি) লাকসাম কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
সাবেক পিস এম্বাসেডর ও আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস৷
পিএফজির লাকসাম ইউনিটের কো-অর্ডিনেট জাফর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিস এম্বাসেডর বিশিষ্ট আইনজীবী বিকাশ চন্দ্র সাহা, নুরে আলম মানিক, এরিয়া কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, খাদিজা বেগম , লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, জাতীয় পার্টি নেতা আবুল কাশেম ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, লাকসাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উত্তম সাহা বাচ্চু, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী হীরা, সমাজসেবক মোঃ খলিলুর রহমান, মোঃ আবুল কাশেম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সমাজে মানুষের মাঝে সম্প্রীতির সৌহার্দ্য পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসব দিক বিবেচনা করে মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিএফজি সহ সকলে মিলে কাজ করার বিকল্প নেই৷ এ সময় পিএফজির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।