আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
বাল্য বিবাহ প্রতিরোধে কুমিল্লার লাকসামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির আয়োজনে এবং যুব ফোরামের অংশগ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার পৌরএলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলার বাকই, কান্দিরপাড়, মুদাফরগঞ্জ ইউনিয়ন ও পৌরসভার যুব ফোরামের ৮০ জন সদস্য ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে লাকসামে ৭৭৪ জন শিশুর বাল্যবিবাহের উপর একটি প্রতিবেদন তুলে ধরে এর কূফল নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী যুব সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, অশেষ রেমা, লাকি গোমেজ, ফাইন্যান্স এডমিন অফিসার প্রমিতসন রিছিল, স্পন্সরশীপ ও সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদার।