কুমিল্লা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে শিক্ষার্থী-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করছে বিএনপি ও ছাত্র-জনতা।
এসময় জাতীয় পতাকা উড়িয়ে ও মাথা, বুক ও পিঠে বেঁধে স্লোগান দেন নানা বয়সী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সোমবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পদত্যাগের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে সর্বস্থরের মানুষ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, লাকসাম উপজেলা বিএনপি, জামায়াতসহ তাদের সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী, ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমে নেচে গেয়ে বিভিন্ন শ্লোগানে বিজয় উল্লাসে মেতে ওঠেন।
এছাড়াও লাকসাম দৌলতগঞ্জ বাজার, মুদাফরগঞ্জ ও বিজরা এলাকায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে উচ্ছাসকারীদের।