আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে সুস্থ ও স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরএলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুইশত সুস্থ ও স্বাস্থ্যবান শিশু অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিওর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহাব আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল।