আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
লাকসাম প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা জর্জ কোটের শিক্ষানবিশ আইনজীবী ও দৈনিক স্বদেশ প্রতিদিন ও অবজারভার পত্রিকার প্রতিনিধি চন্দন সাহার মা ও লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন সাহার স্ত্রী কনিকা রানী সাহা (৬৫) ক্যান্সার রোগাক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার ৩ আগষ্ট সকাল ৮ টায় কুমিল্লা মুন হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেষ্ট ক্যান্সার এবং হাতের ভাস্কুলার সম্যসায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে ও ২ ছেলে, নাতি- নাতনিসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস সেক্রেটারী এ্যাড.রফিকুল ইসলাম হীরা এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপনসহ লাকসামে কর্মরত সকল সংবাদকর্মী শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক চন্দন সাহার মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার সহকর্মী সাংবাদিক, ব্যবসায়ি, আত্মীয়-স্বজনরা তার বাড়িতে ভিড় করেন। ওইদিন বৃহস্পতিবার বিকেল ৩টায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে লাকসাম পৌরসভার কেন্দ্রীয় মহাশ্বশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।