আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরবোজ্জ্বল, সংগ্রাম ও সাফল্যের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে দোয়া মোনাজাত, কেক কাটা ও র্যা লীর মাধ্যমে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেল ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম হাফেজ মো. রাসেদুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শম্বু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, পৌর কাউন্সিলর মুনছুর আহমেদ মুনসী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সদস্য সাইফুল ইসলাম রাজু, ফরিদ উদ্দিন প্রমূখ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দৌলতগঞ্জ ব্যাংক রোড মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শ্রেষ্ঠ শোভাযাত্রা প্রদর্শনের জন্য উপজেলার উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগকে প্রথম, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগকে দ্বিতীয় ও লাকসাম পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগকে তৃতীয় এবং লাকসাম পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগকে প্রথম, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগকে দ্বিতীয় ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগকে তৃতীয় স্থান অধিকারী হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।