গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ইউনিয়নের বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবুল হাসেম।
ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন মজুমদার।
ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক ইমাম খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হরিশ্চর স্কুল এন্ড কলেজের শিক্ষক আবদুল গাফফার, বাগমারা দক্ষিণ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল, ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন সবুজ, ওয়ার্ড ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ অনেকে।
এসময় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে তুষার কে সভাপতি, সাকিব মজুমদার কে সাধারণ সম্পাদক ও সায়েদ কে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।