গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
কুমিল্লার লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে র্যা লি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব।
বক্তব্য রাখেন মৎস্য চাষী আবু তাহের রনি, আরিফুল ইসলাম রাব্বি, হারুন অর রশিদ, বজলুর রহমান সোহাগ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মৎস্য খামারী, মৎস্যচাষী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বের অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মানের স্বপ্নপূরণে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ গঠনে মৎস্যখাত অন্যতম অংশীদার।