আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে ১১ আগষ্ট (রোববার) বিকেলে কুমিল্লার লাকসাম বাইপাস সড়কে মানববন্ধন করেছে শান্তির দুত “পিস ফ্যসিলিটেটর গ্রুপ” (পিএফজি) লাকসাম ইউনিট। পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অডিনেটর সাংবাদিক জাফর আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের পিস এম্বাসেটর নাজমুন নাহার নুপুর, নুরে আলম মানিক, সদস্য মীর মো. আবু বকর, আবুল হোসেন মিলন, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, পলাশ বৈষনব, আবদুল মমিন মজুমদার।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে আমরা আর কোন সহিংসতা ও সংঘাত চাইনা। আমরা এদেশে জন্মেছি। এদেশ আমার আপনার সবার। আমরা এদেশের মানুষ। দল যার যার, রাষ্ট্র সবার। আমরা এদেশে জন্মেছি, এদেশ আমাদের। তাই এই দেশ আমাদেরকেই গড়তে হবে। জ্বালাও, পোড়াও, লুটপাট, হত্যা, গুম এসব পরিহার করে দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। ফলে সাধারণ মানুষ যেমন জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে তেমনি লুটতরাজের দলেরা দেশ থেকে পালিয়ে গেছে। বিগত আওয়ামীলীগ সরকার লুটপাট ও যেভাবে দুর্নীতি করেছে। আগামীদিনে যারা ক্ষমতায় আসবে তারা যেন এসব করতে না পারে। আমরা এদেশে গণতন্ত্র চর্চার কথা বলি। এদেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সবাই নির্ভয়ে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে। এদেশের সাধারণ মানুষ সংঘাত ও সহিংসতা চায়না। তারা শান্তিতে বসবাস করতে চায়। তাই আমাদের লক্ষ্য এদেশে শান্তি ফিরিয়ে আনা। সেই লক্ষ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
মানববন্ধনে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের অভিনন্দন জানিয়ে বলেন, এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এজন্য এদেশের সাধারণ মানুষ তাদের কাছে কৃতজ্ঞ।
রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আজ আওয়ামীলীগের দুঃশাসনের অবসান হয়ে। কি কারণে হয়েছে, তা সবারই জানা আছে। ওই দুঃশাসনের অবসান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তাই আগামীদিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে আজকের এই দিনের কথা মনে রেখে কাজ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নিহত ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নির্বিচারে ছাত্র হত্যার বিচার দাবি করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য আওরঙ্গজেব খান রুবেল, রতন লাল সাহা, খোরশেদ আলম বিপ্লব, নাজনীন আক্তার নিপা, সহিদুল ইসলাম, মামুন, নাছিমা আক্তার, মাইরিন মজুমদার, পপি আক্তার, পিএফজি ইয়ুথ গ্রপের সদস্য মিতু আক্তার।
এছাড়াও পিএফজির সকল সদস্য এবং রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।