মোঃ সালাউদ্দিন, গুইমারা (খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলবেঞ্চ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই বৃহস্পতিবার সকালে গুইমার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকার) অর্থায়নে গুইমারা উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার ২৬ টি বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহের অংশ হিসেবে ৭ টি বিদ্যালয়ে ১৭৬ জোড়া বেঞ্চ প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন জাইকার গুইমারা উপজেলা কো-অডিনেটর রুনি চাকমা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেব নাথ, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলী সহ সাংবাদিক বৃন্দ।
বিতরণকালে প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুইমারা উপজেলায় শিক্ষা বিস্তারে তিনি সর্বাত্তক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে বর্তামান গুইমারা উপজেলা চেয়ারম্যান পরিষদের দায়িত্ব নেওয়ার পর উপজেলা পরিষদের ভবণ ণির্মানসহ বেশ কিছু বড় প্রকল্প দ্রূত বাস্তবায়ন করেছেন।