নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী ধানুয়াস্থ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করা হয়।
খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগীতার চুড়ান্ত ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন, ভার্চুয়াল খেলায় অংশগ্রহণ করে আমাদের ছাত্র-ছাত্রীদের জীবন হুমকির মুখে রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে।
উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল ও শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।
খেলার সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।