খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া প্রতিনিধি:
ঈদ আনন্দ ভাগাভাগি করতে সমাজের অসহায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে রঙিন পোশাক উপহার দিয়েছে দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্লা।
মঙ্গলবার (২ এপ্রিল) ৫০ জন দুস্থ শিশুদের মধ্যে ঈদের রঙিন পোশাক বিতরণ করা হয়।
নতুন পোশাক পেয়ে উচ্ছসিত মারিয়া আক্তার (৯) বলে, ‘মনে হচ্ছে আজকেই আমার ঈদ। হাবিব স্যার যে জামাটা দিয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। ঈদের দিন এই জামাটা পড়ে থাকবো।’
নাজমা খাতুন নামে এক মহিলা বলেন, ‘আমি অন্যের বাসায় কাজ করি। ছেলেকে মাদরাসায় ভর্তি করিয়েছি। আজ ময়েজ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয় । আমার ছেলেকে একটি শার্ট দিয়েছে আমি খুবই খুশি।’
সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল কাদের বলেন, ‘ ময়েজ মন্ডল স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গত দুই বছর হলো আমরা এই কার্যক্রম চালু করেছি। ইনশাআল্লাহ প্রতি বছর এর ধারাবাহিকতা চালু রাখবো। নতুন পোশাকে শিশুদের হাসিখুশি মুখ দেখে আমি নিজেও অনেক আনন্দিত।