মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দুই দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ মে) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে শেরপুর ডিসি উদ্যানের বিজয় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু, এমপি।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম মহোদয় সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মেলা উদ্বোধন শেষে জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী জেলার পাঁচ উপজেলার ৩০টি স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।