মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর প্রেসক্লাবের নয়া কর্মকর্তারা।
৬ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় রজনীগন্ধ্যায় জেলা প্রশাসকের সাথে ওই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বে নয়া কর্মকর্তারা।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে জাতির বিবেক হিসেবে তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে শেরপুরের সুনাম ক্ষুন্ন হয়- এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সমীচিন বলে অভিমত পোষণ করেন তিনি। সেইসাথে তিনি সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের নানা উন্নয়ন ও ইতিবাচক কর্মকান্ডও তুলে ধরার আহবান জানান।
ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নূর ই আলম চঞ্চল, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুণ, নির্বাহী সদস্য এমএ হাকাম হীরা ও মহিউদ্দিন সোহেল উপস্থিত ছিলেন।