মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:
বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা লক্ষ্যে সদর থানার বিট অফিসারদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
২৮ আগস্ট সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত করে বিট পুলিশিংয়ের কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এর মাধ্যমে বিট এলাকায় নিয়মিত তথ্য সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিট পুলিশিং সমাবেশ ও উঠান বৈঠক করে জনগণের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক সৃষ্টি করে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা সাথে পেশাদারিত্ব বজায় রেখে বিট কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ শেরপুর সদর থানার ১৭ বিটের বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।