শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

শেরপুরে মহানবী (সাঃ) ও আয়শা (রা) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

মোঃ মোরাদ মিয়া, শেরপুর প্রতিনিধি:

বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী (সাঃ) এর অবমাননা স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেনা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ৷ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ১৮ জুন বাদ জুহর নামাজের পর মাওলানা আমির হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন শেরপুর সদর উপজেলার লতারিয়া, দড়িপাড়া, সাতানিপাড়া গ্রামের ধর্মপ্রাণ মুসল্লী ও স্থানীয় যুব সমাজ ৷

শনিবার জোহর নামাজের পর কোনাগাড়া আনন্দ বাজার থেকে বিক্ষোভ মিছিল টি শুরু করে চৌধুরী বাড়ী হয়ে ডুবারচর বাজারে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ করেন ৷

এ সময় ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান, বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদি মুসলিম জনতা ৷

সমাবেশে বক্তব্য রাখেন কোনাগাড়া ইমাম হোসেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমির হোসেন, কামারেরচর মহিলা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার মোহতামিম মাওলান মুফতি মোঃ আক্রামুজ্জামান, লতারিয়া সওতুল কোরআন মহিলা মাদ্রাসার মোহতামিম হাফেজ ইব্রাহিম খলীল সহ প্রমুখ ৷

মোফতী হুমায়ুনের উপস্থাপনায় বক্তারা আরো বলেন, বিশ্বনবী( সাঃ) কে নিয়ে কটুক্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না ৷ জনতাকে ভারতীয় পন্য বর্জনের অনুরোধ এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, সরকার ও এর প্রতিবাদ নিন্দা জানাবে ৷

উল্লেখ্য সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে বিশ্বনবী (সঃ)ও তার স্ত্রী আয়শা (রা) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা ৷ পরে একই বিষয়ে টুইটারে পোষ্ট করেন নাভিন কুমার জিন্দাল ৷ এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল