আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
দৈনিক যুগান্তর পত্রিকা প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২২ পেয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক।
আনন্দ শোভাযাত্রাটি গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শ্রীপুর প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, জোনাকী টেলিভিশন এর প্রতিনিধি আবু সাইদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।