আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি নির্মানাধিন ভবনের সেফটি ট্রেংকিতে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার ১নং ওয়োর্ডের শ্রীপুর গ্রামের প্রবাসী আবু সাইদের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ওই ট্রেংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহত মো: মোখলেছুর রহমান (৪০) নেত্রকোনা জেলা সদরের দিকজান গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। অপর মো.মাসুম (২৫) ঠাকুরগাও জেলার রুহিয়া থানার মধ্যজারগা গ্রামের মো. জয়নালের ছেলে। দু’জনই শ্রীপুরে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতো। বাড়ির মালিক আবু সাইদ সিঙ্গাপুর প্রবাসী। তিনি উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়ারণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। জনৈক ঠিকাদার মো. জয়নাল ওই বাড়ির নির্মান কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, বিকেলে ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, প্রায় তিন মাস যাবত ওই বাড়ির নির্মান কাজ বন্ধ ছিলো। বুধবার দুপুরে দুইজন লোক ওই বাড়িতে প্রবেশ করে। ট্রেংকির কাজে ব্যবহৃত কাঠ,বাঁশ খুলতে তারা ট্রেংকিতে নামে । পরে আর উঠতে পারেনি। ভেতরেই পানিতে তাদের মৃত্যু হয়। বিকেলে ওই বাড়িতে এক নারীর কান্না দেখে এগিয়ে গিয়ে স্থানীয়রা সেফটি ট্রেংকে মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শী সুফিয়া খাতুন জানান, দুপুর বারোটার দিকে দুই শ্রমিককে তিনি ওই বাড়িতে প্রবেশ করতে দেখেন। বিকেল চারটার দিকে কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে এগিয়ে যান। সেফটি ট্রেংকের পানিতে মরদেহ ভাসতে দেখেন।
বাড়ির মালিক আবু সাইদের ভগ্নিপতি বাচ্চু মিয়া জানান, জয়নাল নামক ঠিকাদার বাড়ির কাজ করেন। দুপুরে ঠিকাদার দুই শ্রমিককে ট্রেংকির কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ খুলতে পাঠায়। এটি তার জানা ছিলোনা। দুই শ্রমিক ট্রেংকির ভেতর নেমে আর উঠতে পারেনি। বিকেলে জানতে পারেন দুই শ্রমিকের মৃত্যু খবর।
নিহত মোকলেছের চাচি কুলসুম জানান, ঠিকাদার জয়নাল কোন নিরাপত্তার ব্যবস্থা না করে দুই জন শ্রমিককে ওই ট্রেংকিতে নামায়। আর দুই জনেই ট্রেংকিতে পরে মারা যায়।
অভিযুক্ত ঠিকাদার জয়নালের বক্তব্য জানতে তাকে মোঠু ফোনে ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর ফায়ার সাভির্সের স্টেশন ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বিশাক্ত গ্যাসে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু কি গ্যাসে মৃত্যু হয়েছে তা এ মূহুর্তে বলা যাচ্ছেনা।