আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী পরিষদ নির্বাচন দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩৭০ জন ভোটার ছয়টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থীকে ভোট প্রদান করেন।
১৯ অক্টোবর বুধবার সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত শ্রীপুর পৌর শহরের জিন্নাত সুপার মার্কেটে সমিতির কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো: আমানুল ইসলাম (আমান) চেয়ার মার্কা প্রতীকে ১৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক এম.এম ফারুক ছাতা মার্কা প্রতীকে পেয়েছেন ৯২ ভোট।
মো: জালাল উদ্দিন মই মার্কা প্রতীকে ২১৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুল হক বাই-সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট। হারুন-অর-রশিদ দেওয়াল ঘড়ি প্রতীকে ১৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ফজলুল মোরগ মার্কা প্রতীকে পেয়েছেন ১৫৬ ভোট।
অন্য তিনটি পদে নির্বাচিতরা হলেন- যুগ্ন সম্পাদক মো: আসাদুজ্জামান বিপু, কোষাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: মোমেন প্রধান। শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার মন্ডল প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ভোট গ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা করেন, বাজার ব্যবসায়ী নিরাপত্তা পরিচালনা কমিটির সভাপতি মো: রুহুল আমিন খান রতন, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সোহাগ, সদস্য মো: আনোয়ার হোসেন। বিকেল সাড়ে ৫ টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: রুহুল আমিন খান রতন ফলাফল ঘোষণা করেন।