ডেস্ক রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চলতি বছরের ২৮ আগস্ট (রবিবার) বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম (২০২২ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে, চলতি বছরের ৫ জুন একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ৩০ জুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক