বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সকল অ’পরাধের উৎস হচ্ছে মা’দক : প্রতিমন্ত্রী পলক

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

এস, এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি সকল অপরাধের উৎস হচ্ছে মাদক। একজন মাদক সেবনকারী যখন মাদক গ্রহণ করে তখন সে নিজের বিবেক হারিয়ে ফেলে। মাদকের অর্থ যোগানের জন্য মাদকসেবীদের অনেকেই অপরাধ কার্যক্রমে লিপ্ত হয়। একজন মানুষ কিন্তু অপরাধী মন নিয়ে বড় হয় না, পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতির শিকার হয়েও অনেক সময় অপরাধে জড়িয়ে যায় কেউ কেউ। নাটোরের সামগ্রিক আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে আমরা একটা নীতি অনুসরণ করবো- দুষ্টের সমন, শিষ্টের পালন।
রোববার (২১ জানুয়ারী) দুপুরে নাটোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলা করে অর্থনৈতিক সমৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধি করা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি, প্রতিষ্ঠান ও পারিবারিক পর্যায়ে মাদক বিরোধী একটা সচেতনতা কর্মসূচি গ্রহণ করলে আমাদের শিশু-কিশোররা মাদকের কুফল সম্পর্কে জেনে বড় হবে এবং তা উৎসেই নির্মূল করা যাবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরাসহ নিরাপত্তা বলয়ের আওতায় আনতে হবে। এছাড়া অপরাধ সংঘটিত হলে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ জেলা প্রশাসনের বিভিন্ন উর্দতন কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল